Thursday, January 22, 2015

ভাবছিলাম তুমি দেখা করলে তোমায় চিনব কী করে

আর একটি দিনের অপেক্ষায়,
ফিরে যেতে চাই সেই জোছনাতে, 
যেখানে তুমি আমি পাশাপাশি, 
যেখানে স্বপ্নেরা সাথে সাথে,
তুমি কি শুনতে পাচ্ছো আমাকে?

তুমি কি শুনতে পাচ্ছো এখনো,
আমার ক্ষয় হতে থাকা অস্স্তিত
ক্ষয় হতে হতে প্রতিদিন বেঁচে থাকা,
যেমন অভিমানী নদীর স্রোতে 
ক্ষয়ে যায় তীরের বালুকণা

বাতাসে উড়ে যায় ধুলিকণা হয়ে
নীড় খুজে ফেরে, ধান ক্ষেতে,
পুকুরের পাড়ের নিরব শীতলতায় 
এক নিরলস অভিযাত্রা, 
ভালবাসার মিথ্যে মাধুকরী

খুঁজতে যেওনা আমায় কোনো দুরে 
বরং তুমি মিষ্টি করে হেসো 
তোমার পায়ের নরম ছোঁয়ায় 
বিসন্নতা মিলিয়ে যাবে,
হাসনাহেনার গন্ধে রঙিন
রাত্রি আবার মাতাল হবে

তোমার ঠোঁটের নরম ছোঁব,
নতুন করে চিনব তোমায় 
চিনব তোমায় চেনা দুখে
তোমার শ্বাসের স্ফুলিঙ্গতে।


January 22, 2015