Monday, November 30, 2015

ভালবাসা থেকে যায়

নক্ষত্রের দিকে চেয়ে দেখি 
হয়ত কোনো আলোকবর্ষ পারে 
বৃদ্ধ, অতিবৃদ্ধ আমি কোলে তুলে নিয়েছি তোমার হাত। 
সাগরের নোনতা এসে লেগেছে তোমার ঠোঁঠে,
স্পর্শ করেছি আমি, ফিরে গেছি অন্য অতীতে। 

হয়ত আরো কোনো আলোকবর্ষ পারে
তোমাকে পাবার অছিলায় বাড়িয়েছি দুই হাত,
তোমার চোখের তারায় ডুব দিয়ে দেখেছি আমি 
নিঃস করেছ আমায়, ভেসে গেছি চাঁদ - তারা - ছায়াপথ 
রাতগুলো সব তোমাতেই বিলীন ছিল|

হয়ত অন্য কোনো আলোকবর্ষ পারে 
তুমি আমি আবার জন্ম নিয়েছি কোনখানে,
আমার গায়ে মরুর বুকের বালি 
একদিন ধুয়ে যাবে তোমার বুকের অনন্ত প্রবাহিত নদীর ধারায় 
আবার মিলিত হব একসাথে, মুঠো ভরে দেব ভালবাসা
যে ভালবাসা ফুরিয়ে যায়নি, যায়না কখনো।

November 30, 2015 - Our Wedding Anniversary