Monday, November 30, 2015

ভালবাসা থেকে যায়

নক্ষত্রের দিকে চেয়ে দেখি 
হয়ত কোনো আলোকবর্ষ পারে 
বৃদ্ধ, অতিবৃদ্ধ আমি কোলে তুলে নিয়েছি তোমার হাত। 
সাগরের নোনতা এসে লেগেছে তোমার ঠোঁঠে,
স্পর্শ করেছি আমি, ফিরে গেছি অন্য অতীতে। 

হয়ত আরো কোনো আলোকবর্ষ পারে
তোমাকে পাবার অছিলায় বাড়িয়েছি দুই হাত,
তোমার চোখের তারায় ডুব দিয়ে দেখেছি আমি 
নিঃস করেছ আমায়, ভেসে গেছি চাঁদ - তারা - ছায়াপথ 
রাতগুলো সব তোমাতেই বিলীন ছিল|

হয়ত অন্য কোনো আলোকবর্ষ পারে 
তুমি আমি আবার জন্ম নিয়েছি কোনখানে,
আমার গায়ে মরুর বুকের বালি 
একদিন ধুয়ে যাবে তোমার বুকের অনন্ত প্রবাহিত নদীর ধারায় 
আবার মিলিত হব একসাথে, মুঠো ভরে দেব ভালবাসা
যে ভালবাসা ফুরিয়ে যায়নি, যায়না কখনো।

November 30, 2015 - Our Wedding Anniversary

Thursday, January 22, 2015

ভাবছিলাম তুমি দেখা করলে তোমায় চিনব কী করে

আর একটি দিনের অপেক্ষায়,
ফিরে যেতে চাই সেই জোছনাতে, 
যেখানে তুমি আমি পাশাপাশি, 
যেখানে স্বপ্নেরা সাথে সাথে,
তুমি কি শুনতে পাচ্ছো আমাকে?

তুমি কি শুনতে পাচ্ছো এখনো,
আমার ক্ষয় হতে থাকা অস্স্তিত
ক্ষয় হতে হতে প্রতিদিন বেঁচে থাকা,
যেমন অভিমানী নদীর স্রোতে 
ক্ষয়ে যায় তীরের বালুকণা

বাতাসে উড়ে যায় ধুলিকণা হয়ে
নীড় খুজে ফেরে, ধান ক্ষেতে,
পুকুরের পাড়ের নিরব শীতলতায় 
এক নিরলস অভিযাত্রা, 
ভালবাসার মিথ্যে মাধুকরী

খুঁজতে যেওনা আমায় কোনো দুরে 
বরং তুমি মিষ্টি করে হেসো 
তোমার পায়ের নরম ছোঁয়ায় 
বিসন্নতা মিলিয়ে যাবে,
হাসনাহেনার গন্ধে রঙিন
রাত্রি আবার মাতাল হবে

তোমার ঠোঁটের নরম ছোঁব,
নতুন করে চিনব তোমায় 
চিনব তোমায় চেনা দুখে
তোমার শ্বাসের স্ফুলিঙ্গতে।


January 22, 2015

Sunday, January 18, 2015

একাকিত্ব

একাকিত্ব

কাল তোমাকে নাও চিনতে পারি
বাড়ছে দেখো সুপ্ত শীতলতা
অন্ধকারে মলীন হয় শীতের বিছানা, 
আর, হাত বাড়িয়ে তোমায় খুঁজিনা
কোল-বালিশেও দিব্বি আমার চলে 
আর, চোখ বুজিনা তোমায় দেখব বলে
টুকরো টুকরো স্মৃতির ছায়ারা 
রোজ ক্রমশ সরছে আরো দুরে 
রাস্তার আলো ঢাকে কুয়াসার অন্ধকারে 
জানলায় স্পষ্ট হয় নক্ষত্রের আলো 
দেখতে দেখতে রোজ ঘুমিয়ে পড়ি, একা 
নাকি একাকিত্ব সঙ্গী আমার সাথে?

18 January 2015, 11:40 AM