একাকিত্ব
কাল তোমাকে নাও চিনতে পারি
বাড়ছে দেখো সুপ্ত শীতলতা
অন্ধকারে মলীন হয় শীতের বিছানা,
আর, হাত বাড়িয়ে তোমায় খুঁজিনা
কোল-বালিশেও দিব্বি আমার চলে
আর, চোখ বুজিনা তোমায় দেখব বলে
টুকরো টুকরো স্মৃতির ছায়ারা
রোজ ক্রমশ সরছে আরো দুরে
রাস্তার আলো ঢাকে কুয়াসার অন্ধকারে
জানলায় স্পষ্ট হয় নক্ষত্রের আলো
দেখতে দেখতে রোজ ঘুমিয়ে পড়ি, একা
নাকি একাকিত্ব সঙ্গী আমার সাথে?
18 January 2015, 11:40 AM