Thursday, January 22, 2015

ভাবছিলাম তুমি দেখা করলে তোমায় চিনব কী করে

আর একটি দিনের অপেক্ষায়, ফিরে যেতে চাই সেই জোছনাতে,  যেখানে তুমি আমি পাশাপাশি,  যেখানে স্বপ্নেরা সাথে সাথে, তুমি কি শুনতে পাচ্ছো আমাকে? তুমি কি শুনতে পাচ্ছো এখনো, আমার ক্ষয় হতে থাকা অস্স্তিত ক্ষয় হতে হতে প্রতিদিন বেঁচে থাকা, যেমন অভিমানী নদীর স্রোতে  ক্ষয়ে যায় তীরের বালুকণা বাতাসে উড়ে যায় ধুলিকণা হয়ে নীড় খুজে ফেরে, ধান ক্ষেতে, পুকুরের পাড়ের নিরব শীতলতায়  এক নিরলস অভিযাত্রা,  ভালবাসার মিথ্যে মাধুকরী খুঁজতে যেওনা আমায় কোনো দুরে  বরং তুমি মিষ্টি করে হেসো  তোমার পায়ের নরম ছোঁয়ায়  বিসন্নতা...

Sunday, January 18, 2015

একাকিত্ব

একাকিত্ব কাল তোমাকে নাও চিনতে পারি বাড়ছে দেখো সুপ্ত শীতলতা অন্ধকারে মলীন হয় শীতের বিছানা,  আর, হাত বাড়িয়ে তোমায় খুঁজিনা কোল-বালিশেও দিব্বি আমার চলে  আর, চোখ বুজিনা তোমায় দেখব বলে টুকরো টুকরো স্মৃতির ছায়ারা  রোজ ক্রমশ সরছে আরো দুরে  রাস্তার আলো ঢাকে কুয়াসার অন্ধকারে  জানলায় স্পষ্ট হয় নক্ষত্রের আলো  দেখতে দেখতে রোজ ঘুমিয়ে পড়ি, একা  নাকি একাকিত্ব সঙ্গী আমার সাথে? 18 January 2015, 11:40 ...